একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে সকল কাগজ প্রয়োজন হবে:-
একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে সকল কাগজ প্রয়োজন হবে:-:-
1. কলেজে ভর্তির অনলাইন আবেদন ফর্ম
2. সার্টিফিকেট /মূল মার্কশিট
3. প্রশংসাপত্রের মূলকপি
4. মেইন প্রবেশপত্রের ফটোকপি
5. রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
6. পাসপোর্ট সাইজের চার/পাঁচ কপি ছবি
7. জন্ম নিবন্ধন এর ফটোকপি
8. বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি
9. অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে সেটার Money Receipt ।
মার্কশিট এর মূল কপি কলেজে জমা দিতে হয় এই জন্য স্কুল থেকে মার্কশীট তোলার পর ফটোকপি করে কয়েক কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে।
পরবর্তীতে বিভিন্ন সময় মার্কশিটের কপির প্রয়োজন পড়বে।
ভর্তি সংক্রান্ত সকল বিষয় জানতে যোগাযোগ করুন এই নম্বরে - 01712998557